অল্পের জন্য রক্ষা পেলো পৃথিবী।
৪০০ বছর পর একদম পৃথিবীর শরীর ঘেঁষে চলে গেল বিশাল আকারের একটি গ্রহাণু।
জানা গেছে, গ্রহাণুটি কক্ষপথে পৃথিবী থেকে ১৮ লাখ কিলোমিটার দূর দিয়ে যায়, যা পৃথিবী থেকে চাঁদের দূরত্বের পাঁচ গুণের কম।
বিবিসি বলছে, জেও২৫ নামে পরিচিত এই গ্রহাণুই ২০০৪ সালের পর পৃথিবীর কাছ ঘেঁষে যাওয়া সবচেয়ে বড় গ্রহাণু।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা রাডারে ধরা পড়া ছবির বিশ্লেষণে বলা হয়েছে, বাদামের আকারের গ্রহাণুটি প্রতি পাঁচ বছরে একবার আবর্তিত হয়।
এই গ্রহাণু পৃথিবীর কাছে আসার আরেকটি গুরুত্ব হচ্ছে, এটি ৪০০ বছর পর ক্ষণিকের জন্য কাছে এল। এরপর আবার এটিকে দেখা যাবে প্রায় ৫০০ বছর পর।
0 মন্তব্যসমূহ
Thanks for Comment
Emoji